Notifications
Clear all

পিঠের বাম পাশে ব্যথা কেন হয়?

1 পোস্ট সমূহ
1 ব্যবহারকারী
0 Reactions
326 দেখা হয়েছে
(@dr-m-shahadat-hossain)
যোগদান করেছেন: 4 years পূর্বে
পোস্ট সমূহ: 19
টপিক স্টার্টার  

পিঠের বাম পাশে ব্যথা কেন হয়? শরীরের যে কোন ধরনের ব্যথা বেশ যন্ত্রণাদায়ক। সেটা যদি পিঠের বাম পাশে হয় তাহলে কষ্টের মাত্রা আরও বেড়ে যায়। কেননা পিঠের উপরে দুইপাশ থেকে আমাদের দুই বাহু শুরু হয়েছে। পিঠের উপরের দিকে যে ব্যথা হয় সেটি পিঠ থেকে দুই হাতের দিকে আসতে পারে কিংবা হাতের দিকে না আসলেও হাত দিয়ে যেকোন কাজ করতে গেলে ব্যথাটি বেড়ে যেতে পারে।

পিঠের বাম পাশে ব্যথা কেন হয়?

অর্থাৎ পিঠে ব্যথা থাকলে ভাড়ী কাজ তো দূরের কথা সামাণ্য নড়াচড়া করাই কষ্ট হয়ে যায়। মেরুদন্ড, কাধ, পাজড়ের হাড় কিংবা হৃৎপিন্ডের সমস্যার কারণেও পিঠের বাম পাশে ব্যথা হতে পারে।

বাম পাশে যদি অল্প ব্যথা হয় তাহলে অনেক ক্ষেত্রেই সেটি বিশ্রাম নিলে ভালো হয়ে যায়। তবে অনেক দিনের জমে থাকা ব্যথা, অন্য কোন রোগের কারণে ব্যথা, দুর্ঘটনাজনিত ব্যথা, আঘাত জনিত ব্যথা ইথ্যাদি সহজে সেরে যায় না এবং বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তার দেখানো প্রয়োজন হয়। চলুন জেনে নেয়া যাক কি কি কারণে পিঠের বাম পাশে ব্যথা হয় এবং পিঠে ব্যথা হলে করণীয় কি।

পিঠের গঠন

গঠনগত দিক থেকে আমাদের পিঠ একটু জটিল প্রকৃতির। এর মানে শরীরের অন্যান্য অংশের সমস্যার কারণেও পিঠে ব্যথা হতে পারে। 

আমাদের মেরুদন্ডটি তিনটি অংশে বিভক্ত যেটি মাথার খুলি থেকে শুরু হয়ে একদম নিচে লেজ পর্যন্ত বিস্তৃত। মেরুদন্ডের উপরের অংশটিকে সার্ভাইক্যাল স্পাইন বলা হয় ও নিচের ভাগটিকে লাম্বার স্পাইন বলা হয়। মাঝখানের অংশটি নিয়ে পিঠ গঠিত যেটি ১২ টি কশেরুকা দ্বারা গঠিত। কশেরুকাসজ্জিত পিঠের মেরুদন্ডের এ অংশটিকে থোরাসিক স্পাইন বলা হয়। পিঠের বাম দিকে ব্যথা হবার পিছনে সার্ভাইক্যাল ও থোরাসিক স্পাইন উভয়ই অংশই জড়িত থাকতে পারে। পিঠের কশেরুকা গুলোর মাঝখানে নরম জেলির মত একটি অংশ থাকে যেটিকে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক বলা হয়। এটি আমাদের মেরুদন্ডের স্প্রিং হিসেবে কাজ করে। কশেরুকা ও ডিস্কগুলো স্পাইনাল কর্ডকে আঘাত পাওয়া থেকে রক্ষা করে। অ্যাকিউট লামবাগো

আরো বিস্তারিত পড়ুন


   
Quote

আপনার সমস্যা টা লিখুন

লেখকের নাম

লেখক ইমেইল

আপনার সমস্যা টা লিখুন *

 
Preview 0 Revisions Saved

পরামর্শ নিতে 01877733322