মাথা ব্যথার কারণ

মাথা ব্যথার একটা বড় কারণ হলো মাইগ্রেন। তবে এটি কোনো সাধারণ মাথা ব্যাথা নয়। অতিরিক্ত ক্লান্তি, ঘাড়ের সমস্যা এবং চোখের চাপ সবই অতিরিক্ত মাথা ব্যথার কারণ হতে পারে। সাধারণত এই ব্যথার সঙ্গে নাক বন্ধ, সর্দি, এবং চোয়াল বা মুখের ব্যথা থাকতে পারে।

মাথা ব্যথা এ বিভিন্ন রোগ বা শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে

মাথা ব্যথা বিভিন্ন রোগ বা শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে। এটি সাধারণত একা একটি সমস্যা হতে পারে, যেমন মাইগ্রেন বা টেনশন হেডেক, আবার এটি অন্য কোনো গুরুতর অসুস্থতারও ইঙ্গিত দিতে পারে। মাথা ব্যথার কিছু সাধারণ কারণ ও সম্ভাব্য রোগের লক্ষণ গুলো

মাইগ্রেন একটি সাধারণ মাথা ব্যথার কারণ, যা সাধারণত এক পাশে তীব্র, স্পন্দনশীল ব্যথা সৃষ্টি করে। এটি আলোর প্রতি সংবেদনশীলতা, বমি ভাব, এবং মাঝে মাঝে বমি করার কারণ হতে পারে। টেনশন হেডেক, এটি সাধারণত চাপ বা মানসিক চাপের কারণে হয় এবং মাথার দুই পাশে স্থায়ী মৃদু থেকে মাঝারি ব্যথা সৃষ্টি করে।

এটি পেশী টান এবং জড়তা সৃষ্টি করতে পারে। সাইনাসাইটিস – সাইনাসের সংক্রমণ বা প্রদাহের কারণে মাথার সামনের অংশে (মাথার সামনে বা চোখের চারপাশে) ব্যথা হতে পারে। সাধারণত এই ব্যথার সঙ্গে নাক বন্ধ, সর্দি, এবং চোয়াল বা মুখের ব্যথা থাকতে পারে। ক্লাস্টার হেডেক একটি বিরল কিন্তু অত্যন্ত তীব্র মাথা ব্যথা, যা সাধারণত মাথার একপাশে ঘটে। এই ধরনের ব্যথা হঠাৎ শুরু হয় এবং কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস ধরে চলতে পারে।

মাথা ব্যথার

ট্রাইজেমিনাল নিউরালজিয়া এটি মস্তিষ্কের ট্রাইজেমিনাল নার্ভের ব্যাধি, যা তীব্র, হঠাৎ জ্বালা পোড়া ধরনের ব্যথার কারণ হয়, বিশেষ করে মুখ এবং মাথার একপাশে। হাইপারটেনশন (উচ্চ রক্তচাপ) উচ্চ রক্তচাপও মাথা ব্যথার কারণ হতে পারে। সাধারণত এটি মৃদু থেকে মাঝারি ধরনের ব্যথার সৃষ্টি করে, যা মাথার পেছনে বা সামনের দিকে হতে পারে। চোখের সমস্যা –  দৃষ্টি সমস্যা, যেমন মাইয়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া, চোখের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে মাথা ব্যথার কারণ হতে পারে। এটি সাধারণত দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইল ব্যবহার বা বই পড়ার সময় ঘটে।

অতিরিক্ত মাথা ব্যথার কারণ কি

মস্তিষ্কের টিউমারও অতিরিক্ত মাথা ব্যথার একটি সম্ভাব্য কারণ হতে পারে। এই ব্যথা সাধারণত ক্রমাগত এবং তীব্র হয় এবং অন্যান্য লক্ষণ যেমন দৃষ্টি সমস্যা, বমি, বা ভারসাম্য হীনতার সঙ্গে যুক্ত থাকে। ইনফেকশন

মেনিনজাইটিস বা এনসেফালাইটিসের মতো মস্তিষ্কের সংক্রমণ মাথা ব্যথার কারণ হতে পারে। এই ব্যথা সাধারণত তীব্র এবং ঘাড়ে শক্তি, জ্বর, এবং মানসিক বিভ্রান্তির মতো লক্ষণ নিয়ে আসে।

ট্রমা বা আঘাত – মাথায় আঘাত বা আঘাত জনিত কারণে মাথা ব্যথা হতে পারে, যা গুরুতর আঘাতের ক্ষেত্রেও হতে পারে, যেমন মস্তিষ্কের রক্তপাত বা কনকাশন। মাদক দ্রব্য বা ওষুধের প্রতিক্রিয়া
কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা অতিরিক্ত অ্যালকোহল বা ক্যাফেইন সেবনের কারণেও মাথা ব্যথা হতে পারে। ডিহাইড্রেশন (পানি শূন্যতা) শরীরে পর্যাপ্ত পানি না থাকলে মাথা ব্যথা হতে পারে। ডিহাইড্রেশন সাধারণত হালকা থেকে মাঝারি ব্যথার কারণ হয়।

যদি মাথা ব্যথা দীর্ঘস্থায়ী হয়, খুব তীব্র হয়, বা উপরের অন্যান্য লক্ষণ গুলোর সাথে যুক্ত থাকে, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এটি কোনো গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে এবং দ্রুত চিকিৎসার প্রয়োজন হতে পারে।

মাথা ব্যথা কে তিনটি প্রধান গ্রুপে ভাগ করা হয়ে থাকে:

  • প্রাথমিক মাথাব্যথা
  • সেকেন্ডারি মাথাব্যথা
  • নিউরোপ্যাথি, মুখমণ্ডলীয় ব্যথা এবং অন্যান্য মাথাব্যথা

প্রাথমিক মাথা ব্যথা

  1. মাইগ্রেন
  2. টেনশন-টাইপ মাথাব্যথা
  3. ট্রাইজেমিনাল অটোনোমিক সেফালএলজিয়া’জ

অন্যান্য প্রাথমিক মাথাব্যথাজনিত ডিজঅর্ডারঃ ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অব হেডএক ডিজঅর্ডারের তৃতীয় ইডিশন অনুযায়ী, অন্যান্য প্রাথমিক মাথাব্যথাজনিত ডিজঅর্ডারের মধ্যে আছে-

  • প্রাথমিক কাশিজনিত মাথাব্যথা
  • সম্ভাব্য প্রাথমিক কাশিজনিত মাথাব্যাথা
  • ব্যায়ামের কারণে প্রাথমিক মাথাব্যথা
  • সম্ভাব্য ব্যায়ামের কারণে প্রাথমিক মাথাব্যথা
  • যৌনক্রিয়ার সাথে জড়িত প্রাথমিক মাথাব্যথা
  • সম্ভাব্য যৌনক্রিয়ার সাথে জড়িত প্রাথমিক মাথাব্যথা
  • প্রাথমিক থান্ডারক্ল্যাপ মাথাব্যথা
  • ঠান্ডা উদ্দীপক মাথাব্যথা
  • ঠান্ডা উদ্দীপক বা স্টিমুলাসের বহিরাগত প্রয়োগের জন্য দায়ী মাথাব্যথা
  • ঠান্ডা উদ্দীপনা গ্রহণ বা শ্বাস নেওয়ার জন্য দায়ী মাথাব্যথা
  • সম্ভাব্য ঠান্ডা উদ্দীপক মাথাব্যথা
  • বাহ্যিক চাপের কারণে মাথাব্যথা
  • বাহ্যিক কমপ্রেশন বা সংকোচন এর কারণে মাথাব্যথা
  • বাহ্যিক ট্রাকশনের এর কারণে মাথাব্যথা
  • সম্ভাব্য বাহ্যিক চাপের কারণে মাথাব্যথা
  • সম্ভাব্য বাহ্যিক কমপ্রেশন জনিত মাথাব্যথা
  • সম্ভাব্য বাহ্যিক ট্রাকশন জনিত মাথাব্যথা
  • প্রাথমিক স্ট্যাবিং মাথাব্যথা
  • সম্ভাব্য প্রাথমিক স্ট্যাবিং মাথাব্যথা
  • নমমিউলার মাথাব্যথা
  • সম্ভাব্য নমমিউলার মাথাব্যথা
  • হিপনিক মাথাব্যথা
  • সম্ভাব্য হিপনিক মাথাব্যথা
  • প্রাত্যহিক ক্রমাগত মাথাব্যথা( এনডিপিএইচ)
  • সম্ভাব্য প্রাত্যদিক ক্রমাগত মাথাব্যথা

সেকেন্ডারি মাথা ব্যথা

  • মাথা বা ঘাড়ে আঘাত পেলে তার কারণে মাথাব্যথা
  • ক্রেনিয়াল অথবা সারভাইক্যাল ভাসকুলার ডিজঅর্ডার জনিত মাথাব্যথা
  • নন ভাস্কুলার ইন্ট্রাক্রেনিয়াল ডিজঅর্ডার এর সাথে জড়িত মাথাব্যথা
  • নেশাজাতীয় বস্তু গ্রহণের কারণে মাথাব্যথা
  • সংক্রমণে মাথাব্যথা
  • হোমিওস্ট্যাসিসের ডিজঅর্ডারের কারণে মাথাব্যথা
  • ক্রেনিয়াম, ঘাড়, চোখ, কান, নাক, সাইনাস, দাঁত, মুখ বা অন্য কোন ফেশিয়াল অথবা ক্রেনিয়াল স্ট্রাকচার এর ডিজঅর্ডারের সাথে জড়িত মাথাব্যথা
  • সাইকিয়াট্রিক ডিজঅর্ডার বা মানসিক সমস্যার কারণে মাথাব্যথা

প্রাথমিক মাথা ব্যথার কারণ

এই ধরণের মাথাব্যথা কোন গাঠনিক বা শারীরবৃত্তীয় অস্বাভাবিকতার কারণে হয়না। সংক্রমণ বা প্রদাহের সাথেও এদের সম্পর্ক নেই।

মাইগ্রেন

২০১৬ সালের গ্লোবান বার্ডেন অব ডিজিজ স্টাডি অনুযায়ী, ৩২৮ টি রোগ এবং ইঞ্জুরির মূল্যায়নে মাইগ্রেন ৬ষ্ঠ অবস্থানে ছিল। এটি এক ধরণের পুনরাবৃত্তিক মাথাব্যথা রোগ।

  • সচরাচর ২২-৫৫ বছর বয়সী গ্রুপের এই ধরণের মাথাব্যথা বেশি হয়।
  • ছেলেদের তুলনায় মেয়েরা বেশি আক্রান্ত হয়।
  • পারিবারিক ইতিহাস থাকলেও হতে পারে।

মাইগ্রেন কেন হয়, তার সুনির্দিষ্ট কোন কারণ খুঁজে পাওয়া যায়নি। যখন আপনার মাথাব্যথা হয়, তখন আপনার রক্তনালীতে বিদ্যমান সুনির্দিষ্ট কিছু স্নায়ু আপনার মস্তিষ্কে সংকেত পাঠায় যার কারণে সেখানে কিছু প্রদাহী পদার্থের আগমন ঘটে। স্নায়ুর এরকম আচরণের ব্যাখ্যা পাওয়া যায়নি।

কিছু কিছু কারণে মাইগ্রেন হঠাৎ করেই শুরু হয়ে যেতে পারে, যেমন: মানসিক চাপ, অভুক্ত থাকা, খাদ্য অবস্থিত সুনির্দিষ্ট কোন রাসায়নিক পদার্থ বা প্রিজারভেটিভস এর প্রতি সংবেদনশীলতা, ক্যাফেইন, ব্যাথানাশক ঔষধের দৈনন্দিন ব্যবহার, মেয়েদের হরমোনাল পরিবর্তন ইত্যাদি।

এছাড়াও আলো, আবহাওয়ার পরিবর্তন, শারীরিক ক্লান্তি, কঠোর ডায়েট করা অথবা পর্যাপ্ত পানি পান না করা, সাধারণ ঘুমের প্যাটার্ন এ পরিবর্তন, উচ্চ শব্দ, ধোয়া, সুগন্ধি, রক্তনালী ফুলে যায় এসব মেডিকেশনের ব্যবহার প্রভৃতি নানা কারণে মাইগ্রেন হতে পারে।

টেনশন-টাইপ মাথাব্যথা

এই টাইপের মাথাব্যথায় মাথা, চেহারা এবং ঘাড়ের দিকে মৃদু থেকে মাঝারি তীব্রতার ব্যথা অনুভুত হয়। একে সংক্ষেপে টি টি এইচ ও বলা হয়।  চার ধরণের টিটিএইচ আছে –

  1. ফ্রিকুয়েন্ট বা ঘন ঘন হয়,
  2. ইনফ্রিকুয়েন্ট বা কদাচিৎ,
  3. ক্রনিক ও তীব্র এবং
  4. সম্ভাব্য

সাধারণত মহিলারা এই ধরণের মাথাব্যথায় বেশি ভুগে থাকেন। টেনশন টাইপ মাথাব্যথার জন্য সুনির্দিষ্ট কোন কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে ধারণা করা হয়, মাথার পিছনে বা ঘাড়ের পেশি শক্ত হয়ে গেলে এই ধরণের মাথাব্যথা হতে পারে।

দীর্ঘসময় যান্ত্রিক স্ক্রীণে তাকিয়ে থাকাকালীন চোখের ক্লান্তি, টেমপোরোম্যান্ডিবুলার ডিজঅর্ডারের মতো সমস্যার কারণে ঘাড় এবং মাথার অন্যান্য অংশে ব্যথা, ইনসমনিয়া, পারিবারিক বা কর্মজীবনের স্ট্রেস প্রভৃতি কারণেও টেনশন-টাইপ মাথাব্যথা শুরু হতে পারে। হেডেক বা মাথাব্যথা

ট্রাইজেমিনাল অটোনোমিক সেফালএলজিয়া’জ বা সংক্ষেপে টিএসি

পাঁচ ধরণের টিএসি আছে।

  • ক্লাস্টার মাথাব্যথা
  • পারঅক্সিজমাল হেমিক্রেনিয়াজ
  • স্বল্পস্থায়ী এক পার্শিক নিউরালজিফর্ম হেডএক এটাক অথবা ক্রেনিয়াল অটোনোমিক উপসর্গ
  • হেমিক্রেনিয়া কন্টিনুয়া
  • সম্ভাব্য টি এ সি

এদের মধ্যে ক্লাস্টার মাথাব্যথা সবচেয়ে বেশি হয়ে থাকে। এই মাথাব্যথা কেন হয়, তার সুনির্দিষ্ট কোন কারণ নেই তবে এই মাথাব্যথার সাথে মস্তিষ্কের হাইপোথ্যালামাসের সংযোগ পাওয়া গেছে।

  • যারা ধূমপান করে, তাদের ক্লাস্টার মাথাব্যথা হবার ঝুঁকি সবচেয়ে বেশি
  • পারিবারিক ইতিহাস আছে, এমন ব্যক্তিদের এই ধরণের মাথাব্যথা হতে দেখা গেছে
  • মদ্যপান করলে হঠাৎ করেই এই মাথাব্যথা ট্রিগারড হতে পারে।
  • সুগন্ধি, পেইন্ট বা রং, পেট্রোলের তীব্র গন্ধে এই মাথাব্যথা হতে পারে।

প্রাথমিক মাথাব্যথা ডিজঅর্ডারের কারণ

  • দৌড়ানো, ভার উত্তোলন এর কারণে অর্থাৎ “ব্যায়ামের কারণে প্রাথমিক মাথাব্যথা” হতে পারে।
  • গ্রীষ্মকালে ঠান্ডা পানি, আইসক্রিম খাওয়ার কারণে ‘ঠান্ডা উদ্দীপক মাথাব্যথা’ হতে পারে।
  • কর্মক্ষেত্রে বা খেলাধুলা করার সময় হেলমেট বা গগলস পড়লে যদি মাথায় ক্রমাগত চাপ পড়ে, তাহলে ‘বাহ্যিক চাপের কারণে মাথাব্যথা’, ‘বাহ্যিক কমপ্রেশনের কারণে মাথাব্যথা’ হতে পারে।
  • ট্রাইজেমিনাল নার্ভের শেষপ্রান্তে ইরিটেশন এর কারণে ‘প্রাইমারি স্ট্যাবিং মাথাব্যথা’ হয়।
  • মস্তিষ্কের রক্তনালী ছিড়ে গেলে, স্ট্রোক, মস্তিষ্কে আঘাত, ভাসকুলাইটিস, এনসেফালাইটিস, মেনিনজাইটিস, রক্তচাপ হঠাৎ বেড়ে গেলে, দেরীতে গর্ভধারণ, মস্তিষ্কের রক্তনালীতে স্পাজম – – ভ্যাসোকনস্ট্রিকশন সিনড্রোম প্রভৃতি নানা কারণে ‘প্রাথমিক থান্ডারক্ল্যাপ মাথাব্যথা’ হতে পারে।
  • সংক্রমণ, ব্রেইন টিউমার বা মস্তিষ্কের আঘাতজনিত কারণে এনডিপিএইচ বা ‘প্রাত্যহিক ক্রমাগত মাথাব্যথা’ হতে পারে।
  • হিপনিক টাইপের মাথাব্যথা বিরল ধরণের। আপনি যখন ঘুমিয়ে আছেন, সে অবস্থায় এ মাথাব্যথা হাজির হয়ে আপনাকে জাগিয়ে দিবে। একে “এলার্ম ঘড়ি” মাথাব্যথা হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে কারণ এই ধরণের মাথাব্যথা সপ্তাহের কয়েক রাতে একই সময়ে হয়ে থাকে। অনেকে প্রায় প্রতি রাতেই এই মাথাব্যথায় ভুগেথাকেন। স্লিপ ফাউন্ডেশন এর মতে, মেলাটোনিন উৎপাদন হিপনিক মাথাব্যথার সাথে সম্পর্কিত। মেলাটোনিন হরমোনের কারণেই আমাদের ঘুম আসে। যেহেতু হিপনিক মাথাব্যথা প্রতি রাতে একই সময়ে হয়ে থাকে, তাই কিছু গবেষক বিশ্বাস করেন যে মেলাটোনিন উৎপাদন এর কার্যক্রমে কিছু ব্যাঘাত সৃষ্টির কারণেই হয়তোবা মেলাটোনিন লেভেল কমে গিয়ে হিপনিক মাথাব্যথার সৃষ্টি করে।

সেকেন্ডারি মাথাব্যথার কারণ

সেকেন্ডারি মাথাব্যথা অন্য কোন রোগ বা ডিজঅর্ডারের কারণে হয়ে থাকে। মাইগ্রেন, টেনশন-টাইপ মাথাব্যথা অথবা ক্লাস্টার মাথাব্যথার মতো প্রাথমিক মাথাব্যথা থেকে সেকেন্ডারি মাথাব্যথাকে আলাদা করতেই এই প্রকারের আবির্ভাব। অনেক রোগের উপসর্গ হিসেবে সেকেন্ডারি মাথাব্যথা হয়ে থাকে, যা মস্তিষ্কের ব্যথা-সংবেদনশীল স্নায়ুকে সক্রিয় করে।

 সেকেন্ডারি মাথাব্যথা হবার সম্ভাব্য কারণগুলো হচ্ছে

  • একিউট সাইনুসাইটিস (ন্যাসাল এবং সাইনাসে সংক্রমণ)
  • আর্টারি ছিড়ে যাওয়া
  • ভেনাস থ্রম্বোসিস: মস্তিষ্কের মধ্যে রক্ত জমাট বাধা
  • ব্রেইন এনইউরিজম: মস্তিষ্কের রক্তনালীতে স্ফীতি বা বেলুন আকৃতি তৈরী হওয়া
  • ব্রেইন আর্টেরিওভেনাস ম্যালফরমেশন: মস্তিষ্কের রক্তনালীতে জট বেধে যাওয়া
  • ব্রেইন টিউমার: একাউস্টিক নিউরোমা, এসট্রোসাইটোমা, কোরোয়েড প্লেক্সাস কারসিনোমা, ক্রেনিওফ্যারিঞ্জিওমা, এপেনডাইমোমা, গ্লিওব্লাসটোমা, গ্লিওমা, মেডুলোব্লাস্টোমা, মেনিনজিওমা, অলিগোডেনড্রোগ্লিওমা, পিনিওব্লাস্টোমা, পিটুইটারি টিউমার ইত্যাদি
  • কার্বন মনোক্সাইড বিষক্রিয়া
  • মাথার খুলির গোড়া বা বেস এ কাঠামোগত সমস্যা: কিয়ারি ম্যালফরমেশন
  • কোভিড-১৯ পজিটিভ
  • পানিস্বল্পতা
  • দাঁতের সমস্যা
  • মধ্যকর্ণে সংক্রমণ
  • এনসেফালাইটিস: মস্তিষ্কের প্রদাহ
  • মেনিনজাইটিস
  • জায়ান্ট সেল আর্টেরাইটিস
  • উচ্চরক্তচাপ
  • ইনফ্লুয়েঞ্জা
  • ইন্ট্রাক্রেনিয়াল হেমাটোমা
  • ব্যথার ঔষুধ এর মাত্রাতিরিক্ত ব্যবহার
  • প্যানিক এটাক/ প্যানিক ডিজঅর্ডার
  • স্ট্রোক
  • টক্সোপ্লাজমোসিস
  • ট্রাইজেমিনাল নিউরালজিয়া ইত্যাদি।

টেনশন টাইপ মাথাব্যথা (টি টি এইচ) সহ অন্যান্য নানা ধরণের মাথাব্যথা দূর করতে ফিজিওথেরাপি একটি গবেষণাভিত্তিক চিকিৎসাপদ্ধতি। সারভাইক্যাল ব্যায়াম, রিলাক্সেশন, ম্যাসাজ, পশ্চারাল ব্যায়াম, ক্রেনিও-সাইভাইকাল টেকনিক, থার্মোথেরাপি, ভার্টিব্রাল মোবিলাইজেশন এবং স্ট্রেচিং টিটিএইচ এর উপসর্গ যেমন ব্যথার তীব্রতা এবং পুনরাবৃত্তির হার কমাতে কার্যকরী। একই সাথে জীবনমান ও মানসিক দিকের উন্নয়ন এবং ব্যথা সম্পর্কিত প্রতিবন্ধকতা দূরীকরণেও ভুমিকা রাখে।

তথ্যসূত্র

Headache Classification Committee of the International Headache Society (IHS) The International Classification of Headache Disorders, 3rd edition. Cephalalgia. 2018 Jan;38(1):1-211. doi: 10.1177/0333102417738202. PMID: 29368949. https://pubmed.ncbi.nlm.nih.gov/29368949/

Stovner, L.J., Nichols, E., Steiner, T.J., Abd-Allah, F., Abdelalim, A., Al-Raddadi, R.M., Ansha, M.G., Barac, A., Bensenor, I.M., Doan, L.P. and Edessa, D., 2018. Global, regional, and national burden of migraine and tension-type headache, 1990–2016: a systematic analysis for the Global Burden of Disease Study 2016. The Lancet Neurology, 17(11), pp.954-976. https://www.thelancet.com/journals/laneur/article/PIIS1474-4422(18)30322-3/fulltext

Headache Classification Committee of the International Headache Society (IHS) The International Classification of Headache Disorders, 3rd edition. Cephalalgia. 2018;38(1):1-211. doi:10.1177/0333102417738202. https://journals.sagepub.com/doi/10.1177/0333102417738202

Bartsch, T. and Goadsby, P.J., 2003. The trigeminocervical complex and migraine: current concepts and synthesis. Current pain and headache reports, 7, pp.371-376. https://link.springer.com/article/10.1007/s11916-003-0036-y

Dr. M Shahadat Hossain
Follow me

Physiotherapist, Pain, Paralysis & Manipulative Therapy Specialist, Assistant Professor Dhaka College of Physiotherapy, Secretary-General(BPA), Secretary(CARD), Chief Consultant(ASPC), Conceptual Inventor(SDM), Faculty Member(CRP), Member-Bangladesh Rehabilitation Council

পরামর্শ নিতে 01877733322