ঘাড় ব্যথা কিসের লক্ষণ
ঘাড় ব্যথা হল এমন এক ধরনের সমস্যা , যা ঘাড়ের পেশি, লিগামেন্ট, জয়েন্ট, ডিস্ক ও নার্ভের উপর নির্ভর করে বিভিন্ন কারণে দেখা দিতে পারে। বিশ্বব্যাপী, এটি শতকরা ৩০-৫০% মানুষের জীবনের কোনো না কোনো পর্যায়ে প্রভাব ফেলে।
যারা ল্যাপটপ/কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ বসে থাকে, ভারী কাজ করে, মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করে বা অস্বাস্থ্যকর ভঙ্গিতে ঘুমায় তাদের ঘাড় ব্যথা তূলণামুলকভাবে বেশি হয় (Text Neck Syndrome)। ঘাড় ব্যথা ৬ সপ্তাহ থেকে শুরু করে সর্বোচ্চ ১২ সপ্তাহ বা তারো বেশি সময় যাবত স্থায়ী হতে পারে। কখনো কি ভেবে দেখেছেন এই ঘাড় ব্যথা কিসের লক্ষণ হতে পারে!